দৈনিক বিকানের সময়

www.facebook.com/bikanersomoy.com

বাংলা অনলাইন নিউজ ওয়েবসাইট

স্বৈরাচার সরকার পতনের পরেও নিয়ন্ত্রণে আসেনি ডিজিটাল কার্ড মিটার


স্বৈরাচার সরকার পতনের পরেও নিয়ন্ত্রণে আসেনি ডিজিটাল কার্ড মিটার সাধারণ জনগণ ভুগছে নানা সমস্যায়। ঠিকমতো সার্ভিস দিচ্ছে না এই ডিজিটাল কার্ড মিটার ৫০০ থেকে ১০০০ টাকা মিটারে ভরলেও সাশ্রয় পাচ্ছেন না ভক্তভোগীরা ৪০০থেকে ৫০০ টাকা ভরলে ৫ থেকে ৬ দিন যায় এই মিটারে এইসব  সমস্যার মুখোমুখি হচ্ছে সাধারণ জনগণ। 





অন্য দিকে এনালগ মিটার বা সাব মিটার প্রতি মাসে বিল আসতো ৩০০ থেকে ৪০০ টাকা এবং সাধারণ জনগণের কথা অনুযায়ী এনালগ বা সাব মিটার  সর্বোচ্চ বিল আসতো ৭০০ থেকে ৮০০ টাকা 

কেনো এখনো নিয়ন্ত্রণে আসছে না ডিজিটাল কার্ড মিটার। 




সাধারণ জনগন বলছে বিদ্যুৎ নিয়ে এখনো চলছে সেন্টিগ্রেড না হলে এত টাকা মিটারে ভরি টাকা কোথায় যায় আমরা তো এর আগে এরকমের সমস্যার সম্মুখীন হই নি তাছাড়াও এখন চলছে বিদ্যুৎ লোডশেডিং  কবে ঠিক হবে। 


 আদৌ কি নিয়ন্ত্রণে আসবে  ডিজিটাল কার্ড  মিটার।