দৈনিক বিকানের সময়
www.facebook.com/bikanersomoy.com
বাংলা অনলাইন নিউজ ওয়েবসাইট
গত শনিবার রাতে বিপৎসীমা ছাড়িয়ে রোববার সকাল ছয়টা পর্যন্ত দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। এরপর ওই দিনই সকাল ৯টা থেকে রাত পর্যন্ত কয়েক দফা কমে বিপৎসীমার নিচে নামতে থাকে নদীর পানি।
তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে পাউবো কর্তৃপক্ষ।
নদীর পানি বিপৎসীমার নিচে নামায় ডিমলা উপজেলার সাত ইউনিয়নের ১৫ চরগ্রামের বসতভিটা থেকেও পানি নামছে। এতে স্বস্তি ফিরেছে মানুষের মাঝে।
পানিবন্দি হয়ে পড়া এসব গ্রামের সাড়ে তিন হাজার মানুষের জন্য ৩০ মেট্রিক টন চাল এবং শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক
যোগাযোগঃ
ই-মেইল bikanersomoy@gmail.com
ফেইসবুক www.dainikbikanersomoy.com