দৈনিক বিকানের সময়

www.facebook.com/bikanersomoy.com

বাংলা অনলাইন নিউজ ওয়েবসাইট

রেমিট্যান্স জোয়ার অব্যাহত: অক্টোবরেও ২০০ কোটি ডলার ছাড়াচ্ছে বাংলাদেশে

দৈনিক বিকানের সময় প্রকাশ :২৪ অক্টোবর ২০২৪ সোমবার
আগস্ট ও সেপ্টেম্বরের পর চলতি অক্টোবরেও দেশে রেমিট্যান্স প্রবাহ দুশো কোটি ডলার ছাড়াচ্ছে। গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার ও সেপ্টেম্বরে সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার এসেছিল। আর চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে ১৯৪ কোটি ৯৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন এবং অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। প্রতি মাসেই রেকর্ড রেমিট্যান্স আসছে দেশে। সেই ধারাবাহিকতায় অক্টোবরে গড়ে প্রতিদিন দেশে এসেছে সাড়ে ৭ কোটি ডলার। সেই হিসাবে মাসের বাকি ৫ দিনে আসতে পারে ৩৫ কোটি ডলারেরও বেশি। তাই অক্টোবরেও দুশো কোটি ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা। রবিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে চলতি অক্টোবরের রেমিট্যান্স প্রবাহ জানানো হয়েছে। সেখানে বলা হয়, অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।