দৈনিক বিকানের সময়

www.facebook.com/bikanersomoy.com

বাংলা অনলাইন নিউজ ওয়েবসাইট

যে কারনে ৩ ঘন্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকিবে

দৈনিক বিকানের সময় অনলাইন নিউজ প্রকাশ : ০১.ডিসেম্বর.২০২৪, ০৬:১৮
কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (১ ডিসেম্বর) রাতে ৩ ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (এসএমডব্লিউ-৪) চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের নিকট এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রোববার দিনগত রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ অবস্থায় এই সময়ে এসএমডব্লিউ-৪ এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।

অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে দোয়া পড়বেন

বিকানের সময় রিপোর্ট প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ : ০৩.০০
সুস্থতা আল্লাহতাআলার অনেক বড় নেয়ামত। অসুস্থতাও আল্লাহর নেয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। তার সগিরা গুনাহ মাফ করেন। বিভিন্ন হাদিসে রোগ- শোক ও বালা-মসিবতের তাৎপর্য ও ফজিলত বর্ণিত হয়েছে। অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ এবং ওষুধপথ্য ব্যবহারের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো কিছু দোয়া পাঠ এবং পদ্ধতির অনুসরণ করতে হবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও দোয়া পড়ার কথা এসেছে হাদিসে। এখানে তেমনই কিছু দোয়া তুলে ধরা হলো— হজরত আলী রা. বর্ণনা করেন, আমি রসুল সা. কে বলতে শোনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে পর দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করে। (সুনানে তিরমিজি ৯৬৭) অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে পাঠ করার মতো কয়েকটি দোয়া নিচে দেওয়া হলো। لَا بَأْسَ طَهُوْرٌ إِنْ شَآءَ اللّهُ উচ্চারণ : লা-বাসা তুহুরুন ইংশা-আল্লহ। অর্থ : ভয় নেই, আল্লাহ চান তো তুমি খুব শিগগিরই ভালো হয়ে যাবে। এ রোগ তোমার পবিত্র হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِىْ لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمًا উচ্চারণ : আজহিবিল বা’স, রব্বান নাস, ওয়াফি আংতাশ শা-ফি লা- শিফা-আ ইল্লা- শিফাউকা শিফাআন লা- ইউগাদিরু সাক্ক-মা। অর্থ : হে মানুষের রব! এ ব্যক্তির রোগ দূর করে দিন। তাকে নিরাময় করে দিন। নিরাময় করার মালিক আপনিই। আপনার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই। এমন নিরাময় যা কোনো রোগকে বাকি রাখে না। আরেকটি দোয়া রয়েছে। أَسْأَلُ اللّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ উচ্চারণ: আস্আলুল্লহাল ‘আজিম রব্বাল ‘আরশিল ‘আজিম আই ইয়াশ্ফিয়াকা। অর্থ : আমি মহান আল্লাহর দরবারে দু’আ করছি তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন, যিনি মহান আরশের রব। আর কোনো রোগীকে দেখতে গেলে তিনি বলতেন, (লা-বাসা তুহুরুন ইংশা-আল্লহ) ভয় নেই, আল্লাহ চান তো তুমি খুব শিগগিরই ভালো হয়ে যাবে। এ রোগ তোমার পবিত্র হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এ নিয়ম অনুযায়ী তিনি বেদুইনকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় নেই, তুমি ভালো হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় এটা তোমার পবিত্র হওয়ার কারণ হয়ে যাবে। তার কথা শুনে বেদুইন বলল, কখনো নয়। বরং এটা এমন এক জ্বর, যা একজন বৃদ্ধ লোকের শরীরে ফুটছে। এটা তাকে কবরে নিয়ে ছাড়বে। তার কথা শুনে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আচ্ছা, তুমি যদি তাই বুঝে থাক তবে তোমার জন্য তা-ই হবে। (বুখারি ৩৬১৬, ৫৬৫৬, ৫৬৬২, মিশকাত ১৫২৯) وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ إِذَا اشْتَكى مِنَّا إِنْسَانٌ مَسَحَه بِيَمِينِه ثُمَّ قَالَ: «أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِىْ لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمًا». (مُتَّفَقٌ عَلَيْهِ) হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমাদের কারও অসুখ হলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ডান হাত রোগীর গায়ে বুলিয়ে দিয়ে বলতেন, (আজহিবিল বা’স, রব্বান নাস, ওয়াফি আংতাশ শা-ফি লা- শিফা-আ ইল্লা- শিফাউকা শিফাআন লা- ইউগাদিরু সাক্ক-মা।) অর্থ : হে মানুষের রব! এ ব্যক্তির রোগ দূর করে দিন। তাকে নিরাময় করে দিন। নিরাময় করার মালিক আপনিই। আপনার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই। এমন নিরাময় যা কোনো রোগকে বাকি রাখে না। (বুখারি ৫৭৫০, মুসলিম ২১৯১, ইবনু মাজাহ ৩৫২০, মিশকাত ১৫৩০) وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا فَيَقُولُ سَبْعَ مَرَّاتٍ: أَسْأَلُ اللّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَّشْفِيَكَ إِلَّا شُفِيَ إِلَّا أَنْ يَكُونَ قَدْ حَضَرَ أَجَلُه». رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, এক মুসলিম তার এক অসুস্থ মুসলিমকে দেখতে গিয়ে যদি সাতবার বলে, আস্আলুল্ল-হাল ‘আজিম রব্বাল আরশিল আজিমি আই ইয়াশ্ফিয়াকা। অর্থ : আমি মহান আল্লাহর দরবারে দোয়া করছিতিনি যেন আপনাকে আরোগ্য দান করেন, যিনি মহান আরশের রব)। তাহলে তাকে অবশ্যই আরোগ্য দান করা হয় যদি না তার জীবনের শেষ সময় উপস্থিত হয়। (আবু দাউদ ৩১০৬, তিরমিজি ২০৮৩, মিশকাত ১৫৫৩) হাদিসে রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হজরত আলী রা. বর্ণনা করেন, আমি রসুল সা. কে বলতে শোনেছি, যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সত্তর হাজার ফেরেশতা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর বিকেলে রোগী দেখতে গেলে পর দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা দোয়া করে। (সুনানে তিরমিজি ৯৬৭)

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করলো

দৈনিক বিকানের সময় প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ : ১০.০০
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে অক্টোবর মাসে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়।

বরিশাল মহানগর ছাত্রলীগ ও আওয়ামী নেতাদের অপকর্ম চলছে এখনো

দৈনিক বিকানের সময় প্রকাশ :৩০ অক্টোবর ২০২৪ :১০.৩০
বরিশাল মহানগর ছাত্রলীগ ২৪-২৫ নং ওয়ার্ড মোঃ ফুয়াদ খান জুয়েল আওয়ামী লীগ থাকা কালীন চালিয়েছে ব্যয় বিচার ছাড় দেয়নি সাধারণ মানুষদের ও ইস্কুল কলেজের ছেলেদের বানিয়েছে কিশোর গ্যাং শিখিয়েছে মাদক খাওয়ানো এবং বানিয়েছে মাদক বিক্রেতা বাদ যায়নি টরচার সেল
কথা না শুনলেই চালাতো তার অপারেশন কখনো হুমকি কখনই তাদের ছেলেমেয়েদের উপর অত্যাচার ও মারধোর কে দিবে তাকে বাধা তখন তো আর ঠেকানোর কেউ ছিল না। ছিল সব তাদের লোককই। তাদের গ্যাং নেতৃত্ব দিত বরিশাল রুপাতলী কমিশনার সুলতান খাঁ, মেম্বার বাড়ি থেকে নেতৃত্ব দিত হাবিব মেম্বার এবং তার ছেলে বিপ্লব এছাড়াও থাকতো আওয়ামী লীগের বড় বড় নেতাদের হাত। তাদের ব্যবসার ধরন :চাঁদাবাজি, মাদক ব্যবসা,টেন্ডার বাজি, অজানা চুরি চামারি, হুমকি দিয়ে টেক্স নেওয়া। আওয়ামী লীগ সরকার থাকাকালীন রেহাই পাইনি বিএনপির নেতারাও এমনই এক লোকের সন্ধান মিলে নাম টা আমাদের গোপন রাখতে বলাহয়েছে অনেক খোঁজাখুঁজির পর জানা যায় তার ফ্যামিলি নিয়ে প্রায় ১০ বছর বরিশালে থাকেন না। জমিজমা বিক্রি করে টাকাটা ও ঠিকমত নিতে পারেনি উল্টো মামলা হামলা খেয়ে বরিশাল ছাড়া। খান জুয়েলের গ্রুপের নেতৃত্ব দিতেন কিছু লোকের নাম সংগ্রহ করা গিয়েছে ১ জাকির মোল্লা, হাবিব মেম্বার, বিপ্লব, তামিম,আমির,তানজিম, এবং আরো অনেক নেতারা এদের সাথে জড়িত স্থানীয় লোকরা তাদের ভয়েতে মুখ খুলতে চায় না স্বৈরাচার সরকার পতনের পরও এখন পর্যন্ত বিচার হয়নি সক্রিয় আছে তাদের এই গ্যাং। কি তাদের এই ক্ষমতার উৎস কবেই রেহাই পাবে ২৪-২৫ নং ওয়ার্ড জনগণ।

২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা আমিরাতের

দৈনিক বিকানের সময় প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ,১৩:৩০
মধ্যপাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই জানা যাবে কবে শুরু হবে রমজান। আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর বলে জানিয়েছেন দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

রেমিট্যান্স জোয়ার অব্যাহত: অক্টোবরেও ২০০ কোটি ডলার ছাড়াচ্ছে বাংলাদেশে

দৈনিক বিকানের সময় প্রকাশ :২৪ অক্টোবর ২০২৪ সোমবার
আগস্ট ও সেপ্টেম্বরের পর চলতি অক্টোবরেও দেশে রেমিট্যান্স প্রবাহ দুশো কোটি ডলার ছাড়াচ্ছে। গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার ও সেপ্টেম্বরে সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার এসেছিল। আর চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনে ১৯৪ কোটি ৯৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন এবং অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। প্রতি মাসেই রেকর্ড রেমিট্যান্স আসছে দেশে। সেই ধারাবাহিকতায় অক্টোবরে গড়ে প্রতিদিন দেশে এসেছে সাড়ে ৭ কোটি ডলার। সেই হিসাবে মাসের বাকি ৫ দিনে আসতে পারে ৩৫ কোটি ডলারেরও বেশি। তাই অক্টোবরেও দুশো কোটি ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা। রবিবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে চলতি অক্টোবরের রেমিট্যান্স প্রবাহ জানানো হয়েছে। সেখানে বলা হয়, অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

ছাত্রলীগকে সমর্থন করলে ৭ বছরের জেল

দৈনিক বিকানের সময় প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪,
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। সুতরাং এখন থেকে সংগঠনটি আর কোনো রাজনৈকি কর্মকাণ্ড করতে পারবে না। এমনকি সংগঠনটিকে কেউ সমর্থন করলেও আইনের ধারায় তা অপরাধ হিসেবে গণ্য হবে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর আলোকে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন দিলে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এই আইনে ধারা ৮ অনুযায়ী, কেউ ছাত্রলীগের সদস্য হলে ৬ মাসের জেল হবে। ধারা ৯ অনুযায়ী ছাত্রলীগের ব্যাপারে সহমর্মিতা/সমর্থন চাইলে ৭ বছরের জেল এবং ধারা ১৭ অনুযায়ী ছাত্রলীগের কাউকে আশ্রয় দিলে তা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে গণ্য হবে এবং ধারা ১৪ অনুযায়ী তার ৩-৫ বছর সাজা হবে। ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে। এই অবস্থায় সরকার 'সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯' এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন 'বাংলাদেশ ছাত্রলীগ'কে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল-২ এ 'বাংলাদেশ ছাত্রলীগ' নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।